
পুর্ব সিংভূম, ৩০ অক্টোবর (হি.স.) : নির্বাচনী প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর বা পরিবর্তিত কনটেন্টের অপব্যবহার রুখতে বৃহস্পতিবার নতুন নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের লক্ষ্য—ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও জবাববিহিত বজায় রাখা এবং ভুয়ো বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো রোধ করা।
নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচন প্রচারে ব্যবহৃত যে কোনও এআই-নির্মিত বা ডিজিটালভাবে পরিবর্তিত ছবি, অডিও বা ভিডিওর উপর স্পষ্টভাবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত’ বা ‘পরিবর্তিত উপাদান’ লেখা বাধ্যতামূলক। দৃশ্যমান কনটেন্টে এই বার্তা কমপক্ষে ১০ শতাংশ অংশ জুড়ে প্রদর্শিত হতে হবে এবং অডিও সামগ্রীতে শুরুর ১০ শতাংশ অংশে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। তাছাড়া, প্রতিটি কনটেন্টের নির্মাতা বা দায়িত্বপ্রাপ্ত সংস্থার নাম ও বিবরণ উল্লেখ করা আবশ্যক। কোনও ব্যক্তির মুখ, কণ্ঠ বা পরিচয় বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কমিশন আরও জানিয়েছে, কোনও সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নিয়ম ভঙ্গকারী বা আপত্তিকর কনটেন্ট ধরা পড়লে তিন ঘণ্টার মধ্যে তা মুছে ফেলতে হবে। পাশাপাশি, সমস্ত রাজনৈতিক দলকে এআই-নির্মিত কনটেন্টের পূর্ণ রেকর্ড সংরক্ষণ করতে হবে। যাতে নির্মাতার তথ্য, তৈরির তারিখ ও সময় ইত্যাদি নথিভুক্ত থাকে। নির্বাচন কমিশনের মতে, এই নির্দেশিকাগুলি প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সততা ও স্বচ্ছতা রক্ষা করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য