আগামীকাল বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী, হাইলাকান্দিতে পক্ষকাল ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন
হাইলাকান্দি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : আগামীকাল ৩১ অক্টোবর, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে পক্ষকাল ব্যাপী শুরু হচ্ছে নানা অনুষ্ঠান। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষকাল ব্
সাংসদ কৃপানাথ মালাহের ভিডিও বার্তা


হাইলাকান্দি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : আগামীকাল ৩১ অক্টোবর, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে পক্ষকাল ব্যাপী শুরু হচ্ছে নানা অনুষ্ঠান।

লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষকাল ব্যাপী ১৫০-তম জন্মবার্ষিকী পালনের বিভিন্ন কার্যসূচি প্রণয়ন করতে আজ বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কমিশনারের কার্যালয়ে সাংসদ কৃপানাথ মালাহের পৌরোহিত্য অনুষ্ঠিত হয়েছে এক সভা।

সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষা বিভাগের আধিকারিক সহ রাজ্যের সরকারি বিভিন্ন বিভাগের পদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিশনার অভিষেক জৈন এবং বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল ৩১ অক্টোবর লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী পালনের প্রথম দিন সকাল সাড়ে সাতটায় জেলা কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে ‘একতা দৌড়’ শীর্ষক এক পদযাত্রার বের করা হবে।

পক্ষকাল ব্যাপী জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল অনুষ্ঠেয় প্রথম দিনের কার্যক্রম ‘একতা দৌড়’-এ অংশগ্ৰহণ করতে সাংসদ কৃপানাথ মালাহের হাইলাকান্দি জেলার জনসাধারণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা জেলা তথ্য ও জনসংযোগ দফতর থেকে জারি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande