



গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.) : পবিত্র গোপাষ্টমী উপলক্ষ্যে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য আজ বৃহস্পতিবার গুয়াহাটিতে অবস্থিত রাজভবন চত্বরে একটি গো-ধাম (গোশালা)-এর উদ্বোধন করেছেন।
গোশালা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য গো-মাতাকে ভারতের সনাতন ঐতিহ্যের জীবন্ত প্রতীক, করুণা, সমৃদ্ধি এবং বিশুদ্ধতার একটি উজ্জ্বল সঙ্গম প্রতিনিধিত্বকারী হিসেবে বর্ণনা করেছেন। রাজ্যপাল বলেন, গো-ধামের প্রতিষ্ঠা শাশ্বত অনুভূতি ‘গো সর্বেষাম মাতরঃ’ অর্থাৎ ‘গরু সকলের মা’ এবং ভক্তি ও শ্রদ্ধার সাথে ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনাকে লালন করার সম্মিলিত অঙ্গীকার প্রতিফলিত করে।
এই কাৰ্যক্ৰমের অংশ হিসেবে রাজভবনের ব্রহ্মপুত্র শাখায় দুটি চুক্তি স্বাক্ষর (এমওএ) হয়েছে। রাজভবনে উদ্বোধিত গো-শালার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য রাজভবন এবং শ্রী গৌহাটি গোশালার মধ্যে প্রথম এমওএ স্বাক্ষরিত হয়েছে। দ্বিতীয় এমওএটি রাজভবন এবং আসাম ভেটেরিনারি অ্যান্ড ফিশারি ইউনিভার্সিটি (এভিএফইউ) খানপাড়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে, সর্বোত্তম চাষ পদ্ধতি গ্রহণের সুবিধার্থে এবং গো-শালায় দুগ্ধজাত পশুদের বৈজ্ঞানিক যত্ন নিশ্চিত করতে।
উভয় এমওএ-তে রাজভবনের পক্ষে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব বিদিত দাস এবং শ্রী গৌহাটি গোশালার পক্ষে স্বাক্ষর করেছেন সাধারণ সম্পাদক আরএস জোশি। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন এভিএফইউ-এর ডিন ডা. বিবেকানন্দ শইকিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপালের কমিশনার-সচিব এসএস মীনাক্ষী সুন্দরম, পশুপালন ও ভেটেরিনারি অধিকর্তা ডা. জয়ন্তকুমার শর্মা সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিক।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস