কাছাড়ে বাজেয়াপ্ত এক কোটি টাকার হেরোইন, গ্রেফতার তিন
শিলচর (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : কাছাড় জেলায় অব্যাহত ড্ৰাগস-বিরোধী অভিযান। বিগত দিনের মতো গতকাল বুধবার রাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর সম-জেলার পুলিশ সুপার প
হেরোইন সহ ধৃত তিন মাদক পাচারকারী


শিলচর (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : কাছাড় জেলায় অব্যাহত ড্ৰাগস-বিরোধী অভিযান। বিগত দিনের মতো গতকাল বুধবার রাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর সম-জেলার পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়ার নেতৃত্বে পুলিশের এক দল পয়লাপুল এলাকায় অভিযান চালিয়েছিল। অভিযানে হেরোইন ভরতি ১৫টি সাবানের কেস বাজেয়াপ্ত করেন পুলিশের অভিযানকারীরা। সাবানের কেস থেকে উদ্ধার করা হয় প্রায় এক কোটি টাকা মূল্যের ২০১ গ্ৰাম হেরোইন।

নিষিদ্ধ হেরোইন পাচারের অভিযোগে তিনজন মার জনজাতিভুক্ত মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুজন লক্ষ্মীপুরের মারকুলিন এলাকার লালরিং থাঙ মার ও বারজোনা মার এবং অপরজন মণিপুরের তামেংলং জেলার অন্তর্গত জিরিবামের হাইথলের বাসিন্দা লিনবৈ হাঙচাঙ বলে শনাক্ত করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande