আগামী ৮-৯ নভেম্ভর অনুষ্ঠেয় জাটিঙ্গা উৎসবের প্রস্তুতি তুঙ্গে
হাফলং (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের জাটিঙ্গায় আগামী ৮ এবং ৯ নভেম্ভর দুদিন ব্যাপী ‘জাটিঙ্গা উৎসব’ অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী ৮ নভেম্বর জাটিঙ্গা উৎসবের উদ্বোধন হবে। এবারের জাটিঙ্গা উৎসবে থাক
জাটিঙ্গা উৎসব (ফাইল ফটো)


হাফলং (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের জাটিঙ্গায় আগামী ৮ এবং ৯ নভেম্ভর দুদিন ব্যাপী ‘জাটিঙ্গা উৎসব’ অনুষ্ঠিত হবে। এর প্রস্তুতি চলছে জোর কদমে।

আগামী ৮ নভেম্বর জাটিঙ্গা উৎসবের উদ্বোধন হবে। এবারের জাটিঙ্গা উৎসবে থাকবে বিভিন্ন অনুষ্ঠান যার মধ্যে রয়েছে ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত লোকসংস্কৃতির প্রদর্শনী, বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর হাতে নির্মিত হস্ততাঁত শিল্পের প্রদর্শনী, খাবারের স্টল এবং সাংস্কৃতি অনুষ্ঠান।

এবার জাটিঙ্গা উৎসবে সংগীত পরিবেশন করতে আসছেন বলিউডের শিল্পী শান, ডিজে আনশিখার মতো শিল্পী। তাছাড়া সংগীত পরিবেশন করবেন উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন ব্যান্ড সহ স্থানীয় শিল্পীরা।

প্রসঙ্গত, ডিমা হাসাও জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রস্থল জাটিঙ্গা। প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত জাটিঙ্গায় আসা-যাওয়া শুরু হয় দেশ-বিদেশের পরিযায়ী পাখির। দেশ-বিদেশের পরিযায়ী পাখির আত্মহত্যার রহস্য বিশ্বের কাছে জাটিঙ্গাকে আকর্ষণীয় করে তুলেছে। সত্যি কি জাটিঙ্গায় দেশ-বিদেশের পরিযায়ী পাখি এসে আত্মহত্যা করে? এই রহস্য আজও কেউ ভেদ করতে পারেননি।

কেউ কেউ বলে থাকেন, ঘন কুয়াশা ও ঝিরঝির বৃষ্টিতে এই পাখিরা যখন উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে উড়ে যায় তখন আলোর রশ্মিতে নীচে নেমে আসে। সে সময় বিভিন্ন গাছ বা অনান্য স্থানে ওই সব পাখি উড়ার শক্তি হারিয়ে ফেলে। এতে বহু পাখির মৃত্যু ঘটে।

এদিকে জাটিঙ্গায় আগত দেশ-বিদেশের পরিযায়ী পাখির সুরক্ষা ও সংরক্ষণ নিয়ে বেশ কয়েক বছর থেকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পৃষ্ঠপোষকতায় জাটিঙ্গা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande