অসমে ১.২ কোটি টাকার জাল নোট সহ গ্ৰেফতার ব্যক্তি, বাজেয়াপ্ত তিনটি প্রিন্টার, কাগজ
নগাঁও (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : অসমে এক জাল নোট ছাপাখানা উৎখাত করেছে অসম পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে কালিয়াবর পুলিশ অভিযান চালিয়ে ১.২ কোটি টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নোট ছাপানোর তিনটি কালারড এইচপ
জাল নোটের কারবারি মুজিবুর রহমান


১.২ কোটি টাকার জাল নোট, পুলিশ অফিসার বি চেতিয়া


নগাঁও (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : অসমে এক জাল নোট ছাপাখানা উৎখাত করেছে অসম পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে কালিয়াবর পুলিশ অভিযান চালিয়ে ১.২ কোটি টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নোট ছাপানোর তিনটি কালারড এইচপি প্রিন্টার, আনকাট নোটের বান্ডিল এবং বিশেষ ধরনের সাদা কাগজ।

জেলা পুলিশ সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর দিয়ে পদস্থ আধিকারিক বি চেতিয়া জানান, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে কলিয়াবরের উলুবনী থানা এলাকার ১ নম্বর বড়ঘুলি গ্রামের বাসিন্দা জনৈক মুজিবুর রহমানের ঘরে সুলুং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরেন গগৈ এবং এএসআই মৃদুল নাথের নেতৃত্বে পুলিশের এক দল হানা দেয়।

অভিযানকারী পুলিশের দল তালাশি চালিয়ে মুজিবুরের শয়নকক্ষ থেকে ২৪০টি ৫০০ টাকার জালনোটের বান্ডিল, তিনটি এইচপি কোম্পানির রঙিন ছাপার মেশিন, বহু পরিমাণের আনকাট ৫০০ টাকার জাল নোট এবং জাল নোট ছাপায় ব্যবহৃত বিশেষ ধরনের সাদা কাগজ বাজেয়াপ্ত করেছে।

পুলিশ অফিসার চেতিয়া জানান, এখানে জাল নোট ছাপিয়ে বহিঃরাজ্যের এক বড় চক্ৰের কাছে বিক্ৰি করার তথ্য পেয়েছিলেন তাঁরা। ঘটনা সম্পর্কে উলুবনি থানায় ৫৯/২৫ নম্বরে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

চেতিয়া জানান, জেরায় প্রদত্ত বয়ানে মুজিবুর বলেছে, গত চারদিন ধরে তার ১ নম্বর বড়ঘুলির বাড়িতে বড় মাপের একটি চক্ৰ জালনোটগুলি ছাপিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande