


পাথারকান্দি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : শ্ৰীভূমি জেলান্তৰ্গত পাথারকান্দিতে বিধানসভা কেন্দ্র-ভিত্তিক 'শুশ্রূষা সেতু’ কার্যক্রমের অধীন মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।
নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় পথারকান্দি শহরে অবস্থিত মুণ্ডমালা খেলার মাঠে রাজ্যের মৎস্য, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ বিশিষ্টজনদের হাতে একদিবসীয় এই মেগা হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন সকাল থেকে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পেতে ব্যাপক ভিড় জমিয়েছেন সাধারণ জনগণ। স্বাস্থ্য শিবির উদ্বোধন উপলক্ষ্যে পরিবেশিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও।
হেলথ ক্যাম্পের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, দূরদর্শী মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার তৎপরতার জন্য আজকের এই বিধানসভা ভিত্তিক হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করেই আজকের দিনে হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিচ্ছেন।
অসম সরকার কর্তৃক বিধানসভা ভিত্তিক এই হেলথ ক্যাম্পে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও শ্রীভূমি সিভিল হাসপাতালের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা এক থেকে ১৮ বছর বয়সি শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছেন।
আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী, জেলা স্বাস্থ্য দফতরের যুগ্ম-অধিকর্তা সুমনা নাইডিং, পাথারকান্দি কো-ডিস্ট্রিক কমিশনার অমৃতপ্রভা দাস, সার্কল অফিসার বলীনবাবা বালারী, অদিতি নুনিসা, এসডিএমও ডা. বিকে সিং, ডা. মতীন্দ্র সূত্রধর, জেলা পরিষদের চেয়ারম্যান অনিলকুমার ত্রিপাঠী, ঋষিকেশ নন্দী, শশীবাবু সিনহা, শম্পারানি চৌধুরী, সঞ্জীব দেবনাথ, শান্তিলাল সিনহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সুরজিৎ হোমচৌধুরী।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস