রাজ্যের পশুপালন ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সরকার : মন্ত্রী কৃষ্ণেন্দু
পাথারকান্দি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : রাজ্যের পশুপালন ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলছে অসম সরকার, বলেছেন মৎস্য ও পশুপালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ তাঁর নিৰ্বাচন কেন্দ্ৰ পাথারকান্দির নালুগাঁওয়ে এক পশু চিকিৎসা শিবিরের উদ্বোধন করে
গরুকে টিকা দেওয়ার দৃশ্য


পশু চিকিৎসক ও বিভাগীয় কৰ্মীদের সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল


পাথারকান্দি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : রাজ্যের পশুপালন ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলছে অসম সরকার, বলেছেন মৎস্য ও পশুপালন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

আজ তাঁর নিৰ্বাচন কেন্দ্ৰ পাথারকান্দির নালুগাঁওয়ে এক পশু চিকিৎসা শিবিরের উদ্বোধন করে এ কথা জানান মন্ত্রী পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হাত দিয়ে আত্ননির্ভর অসমের অধীন রাজ্যের কৃষকদের সমৃদ্ধি এবং প্রগতির নতুন এক অধ্যায়ের সূচনা হবে। এই সরকারের আমলে অসমের অর্থনীতিতে পশু পালকদের অবদান গুরুত্বপূর্ণ। কেননা গ্রামাঞ্চলের কৃষকদের জীবিকার এক বৃহৎ অংশ পশুপালনের ওপর নির্ভরশীল। গরু, ছাগল, মহিষ, হাঁস, মোরগ ইত্যাদি পালন করে রোজগার করার পাশাপাশি খাদ্য সুরক্ষার বিষয়েও বিশেষ ভূমিকা পালন করছে সরকার।

কৃষ্ণেন্দু পাল বলেন, আমাদের দৈনন্দিন জীবনে মাছ-মাংসের পাশাপাশি ডিমের চাহিদাও ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। অসমে প্রতিমাসে ডিমের উৎপাদন ৯০ লক্ষের কাছাকাছি। অথচ তার বিপরীতে দৈনিক ডিমের চাহিদা প্রায় এক কোটি। তাই ডিম উৎপাদন করেও অসমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে সরকার।

আয়োজিত পশু চিকিৎসা শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসরা গবাদিপশুর বিভিন্ন ধরনের টিকাকরণ সহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এদিন বিভাগীয় তরফে উপস্থিত ছিলেন পশুচিকিৎসক ডা. ত্রিদেব নারায়ণ দাস, ডা. মঈন উদ্দিন, ডা. মুন চৌধুরী প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande