প্ৰয়াত বিশিষ্ট সংগীত শিল্পী, গীতিকার, সুরকার সৈয়দ সাদুল্লা
গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.) : চলে গেলেন অসমের বিশিষ্ট সংগীত শিল্পী, গীতিকার, সুরকার সৈয়দ সাদুল্লা। আজ সকাল ১০:৩০ মিনিটে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান
সৈয়দ সাদুল্লা (ফাইল ফটো)


গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.) : চলে গেলেন অসমের বিশিষ্ট সংগীত শিল্পী, গীতিকার, সুরকার সৈয়দ সাদুল্লা। আজ সকাল ১০:৩০ মিনিটে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত সৈয়দ সাদুল্লাকে গত সোমবার গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছিল।

১৯৪৮ সালের ১ ফেব্ৰুয়ারি ডিব্ৰুগড়ে জন্মগ্ৰহণ করেছিলেন শিল্পীগ সাদুল্লা। ১৯৭৫ সালে আকাশবাণী ডিব্ৰুগড়ের স্টাফ আৰ্টিস্ট হিসেপে যোগদান করেছিলেন তিনি। এছাড়া আকাশবাণী ডিব্ৰুগড়ের প্ৰথম সংবাদ পাঠক ছিলেন তিনি। তিনি একাধারে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, নাট্যকার, কবি, লেখক, গিটারবাদক ছিলেন। ১৮০-এর বেশি গানের স্ৰষ্টা ছিলেন সাদুল্লা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande