
মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের রায়গড়ে চলন্ত গাড়ির উপর পাথর ধসে পড়ে এক মহিলা প্রাণ হারায়। বৃহস্পতিবার সকালে মানগাঁও তহসিলের কোন্দেথার গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে।পুলিশ সূত্রে জানা গেছে , মৃত মহিলার নাম স্নেহাল দাস (৪৩)। এদিন সকালে তিনি তাঁর স্বামীর সঙ্গে মানগাঁওয়ের গোরেগাঁও যাচ্ছিলেন। তাঁদের গাড়ি কোন্দেথার গ্রামের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তামহিনী ঘাট পাহাড় থেকে একটি পাথর তাঁদের গাড়ির উপর পড়ে। মহিলার মাথায় গুরুতর আঘাত লাগে । পরিবারের সদস্যরা আহত মহিলাকে হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন