
গুরুগ্রাম, ৩০ অক্টোবর (হি.স.): হরিয়ানার গুরুগ্রামে চলন্ত বাসে আগুন লাগায় বাস যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । এই ঘটনার ফলে গল্ফ কোর্স রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । জানা গেছে, বাসটি সেক্টর ৫৯-এর পার্কিং লট থেকে বের হওয়ার সময় হঠাৎ বাসে আগুন ধরে যায়। এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক ও কন্ডাক্টর বাইরে লাফিয়ে বাস থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বৃহস্পতিবার দমকল বাহিনীর এক আধিকারিক জানান, প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে বাসটিতে আগুন লেগেছিল ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন