বৃহস্পতিবার ফের প্রবল বৃষ্টি কলকাতায়
কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার দুপুরে ফের এক প্রস্ত জোরালো বৃষ্টিতে ভিজল কলকাতা। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আবহাওয়া দফতরের খবর, মন্থার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গে ঢুকেছে। সেই জলীয় বাষ্প আরও গরম হয়ে বায়ু
বৃহস্পতিবার ফের প্রবল বৃষ্টি কলকাতায়


কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার দুপুরে ফের এক প্রস্ত জোরালো বৃষ্টিতে ভিজল কলকাতা। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আবহাওয়া দফতরের খবর, মন্থার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গে ঢুকেছে। সেই জলীয় বাষ্প আরও গরম হয়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠেছে এবং উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এসে মেঘপুঞ্জ তৈরি করেছে। তার ফলেই এমন জোরালো বৃষ্টি। সঙ্গে বজ্রপাত হয়েছে। এক পশলা জোরালো বৃষ্টিতে অল্পবিস্তর জল জমেছে বিভিন্ন এলাকায়। শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় এমন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। তবে হাওয়া অফিসের খবর, আস্তে আস্তে বায়ুপ্রবাহের দিক বদল হচ্ছে। রাজ্যে ফের ঢুকতে শুরু করেছে উত্তুরে বাতাস। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলে এবং উত্তুরে বাতাস থিতু হলেই সাগর থেকে জলীয় বাষ্প ঢোকা বন্ধ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande