
কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সর্বত্র। তার মধ্যেও বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার সাধারণত মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বৃষ্টি। গোটা দিন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মেঘলা আকাশের জন্য তাপমাত্রা কমতে পারে স্বাভাবিকের চেয়ে কিছুটা। ৩-৪ দিন পর আবার দিনের তাপমাত্রা বাড়বে, তবে সেসময় রাতের তাপমাত্রা খানিকটা একইরকম থাকবে। এমনটাই জানা গেছে হাওয়া অফিস সূত্রে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মূলত দক্ষিণবঙ্গের দক্ষিণাংশের জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে। কিন্তু উত্তরাংশের জেলা অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদে এক-দু'জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার উত্তরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পরিমাণ কমবে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি