
রামপুরহাট, ৩০ অক্টোবর (হি.স.) : তরুণীকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কাউন্সিলার তথা রামপুরহাট শহর কমিটির সহ সভাপতি প্রিয়নাথ সাউকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হল। বৃহস্পতিবার রামপুরহাটে তৃণমূল কার্যালয়ে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তাঁকে বহিষ্কারের কথা ঘোষণা করেন।
রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জিতে দু’বার কাউন্সিলার নির্বাচিত হয়েছেন প্রিয়নাথ। বুধবার তাঁর বিরুদ্ধে রামপুরহাট থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। ঘটনার কথা জানাজানি হতেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে। চর্চা শুরু হয় দলের অন্দরে। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পদক্ষেপ করল ঘাসফুল শিবির। এদিন সাংবাদিক বৈঠক করে প্রিয়নাথ সাউকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / সোনালি