অনূর্ধ্ব - ২৩, বরোদা'কে ৪৫ রানে হারিয়ে জিতেছে বাংলার মহিলা ক্রিকেট দল
কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ২৩, টি ২০ খেলাতে বাংলা জিতল। বৃহস্পতিবার আহমেদাবাদে ৪৫ রানে বরোদাকে হারিয়ে দিয়েছে বাংলার মেয়েরা। মূলত, রূপাল ও সুজাতা জুটির দৌলতে বাংলা দল ওই জয় ছিনিয়ে নিয়েছে। রিলায়েন্স জি - ১, প্রথম ব্যাটিং করে
বাংলার দুই তারকা খেলোয়াড় জয়ের কান্ডারী


কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ২৩, টি ২০ খেলাতে বাংলা জিতল। বৃহস্পতিবার আহমেদাবাদে ৪৫ রানে বরোদাকে হারিয়ে দিয়েছে বাংলার মেয়েরা। মূলত, রূপাল ও সুজাতা জুটির দৌলতে বাংলা দল ওই জয় ছিনিয়ে নিয়েছে। রিলায়েন্স জি - ১, প্রথম ব্যাটিং করে বাংলা দল। তাদের দলগত স্কোর এর - ৫ উইকেটে ১২০ রান। ব্যাট হাতে সফল সুজাতা দে ৪১ বলে ৬৯ সর্বাধিক রান করে। এদিন ১৫ ওভারেই তা সংগ্রহ করে বাংলা। এর জবাবে বরোদার জন্যে পরবর্তীতে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১২.২ ওভারে ১০৮ রান। যদিও ৮ উইকেটে ৬২ রান তোলে বরোদা। উল্লেখ্য, বল হাতে সফল রূপাল তিওয়ারি - ১৭ রান দিয়ে সে চারটি উইকেট তুলে নিয়েছে ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande