
শিলচর (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল শুক্রবার শিলচরে ‘ঐক্য পদযাত্রা’র আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সর্দার প্যাটেলের আদর্শ ও তাঁর জাতীয় ঐক্যের বার্তাকে স্মরণ করা এবং নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও একতার চেতনাকে আরও জাগ্রত করা।
পদযাত্রাটি সকাল আটায় জেলা ক্রীড়া সংস্থার ময়দান, শিলচর স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয়ে গান্ধী বাগে সমাপ্ত হবে। যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে, খুদিরাম মূর্তি, জেলাশাসকের কার্যালয়, শনিমন্দির পয়েন্ট, জানিগঞ্জ, নাহাটা পয়েন্ট, প্রেমতলা পয়েন্ট, শিলংপট্টি, মধ্যশহর পয়েন্ট, ডিসি বাংলো পয়েন্ট এবং গান্ধী বাগ।
ঐক্য পদযাত্রায় প্রায় হাজারেরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে থাকবেন বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, সরকারি আধিকারিক-কর্মচারী, সমাজকর্মী, এনজিও প্রতিনিধিবর্গ, ক্রীড়াবিদ, এনএসএস ও এনসিসি সদস্য, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সাংসদ, বিধায়ক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সকল সম্প্রদায়ের অংশগ্রহণে এই অনুষ্ঠান কাছাড় জেলার ঐক্য, সম্প্রীতি ও সামাজিক সংহতির প্রতীক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
পদযাত্রা শেষে গান্ধী বাগে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন কাছাড়ের সহযোগিতায় জেলা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত, নৃত্য ও বক্তব্যের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, কর্ম ও তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
কাছাড় জেলা প্রশাসন জেলার সমস্ত নাগরিককে এই ঐক্য পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে সকলে মিলে ভারতের ঐক্য, ভ্রাতৃত্ব ও অখণ্ডতার বার্তা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা যায়, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনায়। বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস