
কলকাতা, ৩০ অক্টোবর, (হি.স.): ‘চরম কোনও পদক্ষেপ নেবেন না। মা-মাটি-মানুষের সরকার পাশে রয়েছে।’ বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে একদিকে নির্বাচন কমিশনক সতর্কতা, অন্যদিকে নাগরিকত্ব বাতিলের আশঙ্কাগ্রস্তদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশে তাঁর লড়াকু বার্তা, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব।
এসআইআর লাগু হওয়ায় নাগরিকত্ব বাতিল হতে পারে তাঁর, ফিরে যেতে হতে পারে বাংলাদেশে। বীরভূমের ইলামবাজারের ৯৫ বছরের বৃদ্ধের মৃত্যুর নেপথ্যে স্রেফ এই আতঙ্ক কাজ করেছে বলে দাবি ওই পরিবারের। এই মৃত্যু নিয়ে এবার ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ধারাবাহিকভাবে এসব ঘটনাকে ‘মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দায়ী করার পাশাপাশি জনতার উদ্দেশে আশ্বাসবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পোস্টে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘এধরনের যে অনিবার্য ঘটনা ঘটে চলেছে, তার দায়িত্ব কে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রক নাকি বিজেপি ও তার সঙ্গীরা? এই যে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তা নিয়ে সাহস থাকলে বিজেপি নেতারা সকলের সামনে এসে কথা বলুন।’
এর পাশাপাশি নির্বাচন কমিশনের নাম না করেও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘বাংলায় সোজা পথে বা বাঁকা পথে এনআরসি হতে দেব না। একজন নাগরিককেও বহিরাগত তকমা দিতে দেব না। এমনটা হলে বাংলা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে।’
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত