শিলিগুড়িতে নিষিদ্ধ মাদকসহ গ্রেফতার তিন
শিলিগুড়ি, ৩০ অক্টোবর (হি.স.) : শিলিগুড়ির খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে মাদকসহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি) এর জওয়ানরা। ধৃত পাচারকারীরা হলেন সাজ্জাদ হোসেন, শহীদ আলম এবং মুখতার আলম। এসএসবি জওয়ানরা পাচারকারী
শিলিগুড়িতে নিষিদ্ধ মাদকসহ গ্রেফতার তিন


শিলিগুড়ি, ৩০ অক্টোবর (হি.স.) : শিলিগুড়ির খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে মাদকসহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি) এর জওয়ানরা। ধৃত পাচারকারীরা হলেন সাজ্জাদ হোসেন, শহীদ আলম এবং মুখতার আলম। এসএসবি জওয়ানরা পাচারকারীদের কাছ থেকে ৬৪.৯ গ্রাম মাদক উদ্ধার করেছে। চারটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

এসএসবি সূত্রে জানা গেছে, চোপড়ার দুই মাদক ব্যবসায়ী বৃহস্পতিবার ভোরে মাদক পাচারের জন্য খড়িবাড়ি-ঘোষপুকুর রাজ্য মহাসড়কের সোনাচণ্ডী এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এসএসবি জওয়ানরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং ক্রেতাকে আটক করেন। তল্লাশি চালিয়ে পাচারকারীদের কাছ থেকে ৬৪.৯ গ্রাম মরফিন পাওয়া গেছে। ধৃত পাচারকারীদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য খড়িবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করেছে এসএসবি ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande