কাঁকসায় আট মাসেও টোল টেন্ডার খোলা হয়নি, দুর্নীতির অভিযোগে সরব বিজেপি
দুর্গাপুর, ৩০ অক্টোবর (হি.স.) : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকে টোল আদায়ের টেন্ডার আট মাস ধরে খোলা না হওয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব বিজেপি। অভিযোগ অস্বীকার করে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, প্র
কাঁকসায় আট মাসেও টোল টেন্ডার খোলা হয়নি, দুর্নীতির অভিযোগে সরব বিজেপি


দুর্গাপুর, ৩০ অক্টোবর (হি.স.) : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকে টোল আদায়ের টেন্ডার আট মাস ধরে খোলা না হওয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব বিজেপি। অভিযোগ অস্বীকার করে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, প্রযুক্তিগত কারণে পুরোনো টেন্ডার বাতিল করে নতুনভাবে টেন্ডার করা হবে।

সূত্রের খবর, কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতের অন্তর্গত সিলামপুর–আইমা বালিঘাট সড়কে কাঁকসা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে টোল ট্যাক্স আদায় করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি নতুন টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা নেওয়া হয় এবং ২৪ ফেব্রুয়ারি টেন্ডার খোলার কথা ছিল। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও টেন্ডার খোলেনি।

এই ঘটনার জেরে স্থানীয় স্তরে ক্ষোভ ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দামোদর তীরবর্তী ওই রাস্তায় প্রতিদিন হাজারেরও বেশি বালি বোঝাই লরি–ডাম্পার যাতায়াত করে, যার ফলে রাস্তাটি ভেঙে বেহাল হয়ে পড়েছে। গত আগস্টে এই রাস্তার ওপর এক যুবকের মৃত্যু নিয়েও উত্তেজনা ছড়িয়েছিল। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কোনও কাজ হয়নি, অথচ নিয়মিত টোল আদায় চলছে।

বিজেপির বর্ধমান–দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ–সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “এই টোল আদায়ে ভয়াবহ দুর্নীতি হচ্ছে। স্বজনপোষণের জন্য ইচ্ছে করেই টেন্ডার খোলা হয়নি। তৃণমূল নেতা শেখ সাইফুলের মেয়াদ বেআইনিভাবে বাড়ানো হয়েছে। প্রশাসন একবছর ধরে তাকে টোল আদায়ের দায়িত্বে রেখেছে, যাতে টাকার হিসেব গোপন রাখা যায়।” তিনি জানান, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি টোল আদায় অবিলম্বে বন্ধ করে পুরোনো টেন্ডার খোলা হোক। প্রয়োজনে ইডির কাছেও অভিযোগ জানানো হবে।”

অন্যদিকে, অভিযোগ খারিজ করে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য বলেন, “প্রযুক্তিগত ত্রুটির কারণে টেন্ডার খোলা যায়নি। পুরোনো টেন্ডার বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরু করা হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande