কলকাতা ও ছাপড়ার মধ্যে অসংরক্ষিত বিশেষ ট্রেন
কলকাতা, ৩০ অক্টোবর, (হি.স.): ছট পরবর্তী সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় নিরসনের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ কলকাতা ও ছাপড়ার মধ্যে একটি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৫০৮৮ ছাপড়া – কলকাতা অসংরক্ষিত বিশেষ ট্রেন ৩০.১০.২০২৫ তারিখে
কলকাতা ও ছাপড়ার মধ্যে অসংরক্ষিত বিশেষ ট্রেন


কলকাতা, ৩০ অক্টোবর, (হি.স.): ছট পরবর্তী সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় নিরসনের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ কলকাতা ও ছাপড়ার মধ্যে একটি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

০৫০৮৮ ছাপড়া – কলকাতা অসংরক্ষিত বিশেষ ট্রেন ৩০.১০.২০২৫ তারিখে ছাপড়া থেকে দুপুর ২:০৫ মিনিটে ছেড়ে পরের দিন ০৬:০০ টায় কলকাতায় পৌঁছাবে এবং ০৫০৮৭ কলকাতা – ছাপড়া অসংরক্ষিত বিশেষ ট্রেন ৩১.১০.২০২৫ তারিখে কলকাতা থেকে সকাল ৯:০০ টায় ছেড়ে পরের দিন ০১:৩০ টায় ছাপড়ায় পৌঁছাবে। ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমষ্টিপুর, মুজাফফরপুর এবং হাজিপুর স্টেশনে উভয় দিকেই থামবে।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande