
কলকাতা, ৩০ অক্টোবর, (হি.স.): “এর পরে নিশ্চিত বুড়ো খোকা পশ্চিমবঙ্গে আসবেন। কিন্তু আমার বিশ্বাস, এখানে এসে আর যাই বলুন, ভোট চুরির কথা বলবেন না। কারণ…”। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। রাজনৈতিক মহলের খবর, ‘বুড়ো খোকা’ বলতে তথাগতবাবু
বুঝিয়েছেন রাহুল গান্ধীকে।
তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “নেশাভাঙের জন্য প্রসিদ্ধ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ সফর করে ভারতের বুড়ো খোকা যুবরাজ বিহারে এসেই আওয়াজ দিয়েছেন, ‘ভোট চুরি…’।
এই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রসঙ্গে তথাগতবাবু লিখেছেন, “শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি ! পুর-নিয়োগে চাকরি চুরি ! কয়লা চুরি ! গরু চুরি ! রেশন চুরি ! চাষের জমি চুরি ! পিঠে বানানোর ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি ! বালি চুরি ! পাথর চুরি ! পায়খানা চুরি ! ত্রিপল চুরি ! সাইকেল চুরি ! হাসপাতালের ওষুধ চুরি ! মৃতদেহ চুরি ! ট্যাব চুরি!…”
প্রসঙ্গত, লোকসভার বিরোধী দলনেতা দক্ষিণ আমেরিকার চারটি দেশে গিয়ে ভারতের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত