শ্রীভূমির মিজোরাম সীমান্তবর্তী গ্রামে নিদ্রাচ্ছন্ন গৃহবধূর গলা কেটে খুন, তদ‌ন্তে পু‌লিশ
রামকৃষ্ণনগ‌র (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগ‌র বিধানসভা কেন্দ্রের রাতাবা‌ড়ি থানাধীন চেরাগি পুলিশ ফাঁড়ি এলাকার মিজোরাম সীমান্তবর্তী কালাগাঙ গ্রামে নিদ্রাচ্ছন্ন জনৈক গৃহবধূকে গলা কেটে খুন করা হয়েছে বলে খবর। জানা গেছে,
খুন_প্রতিনিধিত্বমূলক ছবি


রামকৃষ্ণনগ‌র (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগ‌র বিধানসভা কেন্দ্রের রাতাবা‌ড়ি থানাধীন চেরাগি পুলিশ ফাঁড়ি এলাকার মিজোরাম সীমান্তবর্তী কালাগাঙ গ্রামে নিদ্রাচ্ছন্ন জনৈক গৃহবধূকে গলা কেটে খুন করা হয়েছে বলে খবর।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সাতসকালে নিজের বিছানা থেকে গলা কাটা রক্তাক্ত জীবন্ত এক গৃহবধূকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরে মহিলার মৃতদেহটি চেরাগি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। মৃত গৃহবধূ জনৈক নেজাম উদ্দিনের বছর ৪৫-এর স্ত্ৰী তেরাই বিবি।

ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমল কে ছেত্রী এবং ক্রাইম ব্রা‌ঞ্চের অফিসার অমিত রায় চেরাগিতে ছুটে যান। পুলিশ মহিলার স্বামী নেজাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশকে নেজাম বলেছেন, তাঁরা স্বামী-স্ত্রী বিছানায় একসাথে ঘুমিয়েছিলেন। কিন্তু গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গ্রামেরই এক ব্যক্তি চুপিসারে ঘরে ঢুকে তাঁর স্ত্রীর গলায় ধারালো দা দিয়ে কোপ বসিয়ে পালিয়ে যায়। তবে ঘাতক ব্যক্তিকে নেজাম উদ্দিন শনাক্ত করতে পেরেছেন বলে তিনি দাবি করেছেন।

এদিকে তেরাই বিবির মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের তদন্তকারী অফিসার ঘটনার সঙ্গে মহিলার স্বামী জড়িত বলে মনে করছেন। নিজের পাশে শয্যাশায়ী স্ত্রীকে এক ঘাতক নীরবে খুন করে চলে গেছে, আর স্বামী কোনও কিছু টের পাননি, তা কী করে হয়? প্ৰশ্ন পুলিশের তদন্তকারী অফিসারের।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande