
রায়পুর, ৩০ অক্টোবর (হি. স.) : আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা। যার জেরে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ছত্তিশগড়ের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সুরজপুর, বলরামপুর, যশপুর, সুরগুজা, রায়গড়, বিলাসপুর এবং জিপিএম সহ আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে পশ্চিম দিকে অগ্রসর করেছে। যার জেরে সুরগুজার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে, ৩১শে অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান বস্তার সম্ভালে । অসময়ের বৃষ্টিপাতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে কৃষকদের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষে । বৃষ্টির পাশাপাশি, তীব্র বাতাস এবং বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমেছে । অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলবে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যে ঝড়ের প্রভাব কমবে ।
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন