ঘূর্নিঝড় মন্থার জন্য ঝাড়খন্ডের বিভিন্ন জেলায় জারি হলুদ সতর্কতা
রাঁচি, ৩০ অক্টোবর (হি.স.): আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা। যার কারণে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার, রাঁচি এবং আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আব
ঘূর্নিঝড় মন্থার জন্য ঝাড়খন্ডের বিভিন্ন জায়গায় হলুদ সতর্কতা


রাঁচি, ৩০ অক্টোবর (হি.স.): আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা। যার কারণে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার, রাঁচি এবং আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । বৃহস্পতিবার রাঁচি, গাড়ওয়া, পালামু, ছত্রা এবং লাতেহারে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, এরপর জামশেদপুরে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, ডাল্টনগঞ্জে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, বোকারোতে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং চাইবাসায় ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বিগত ২৪ ঘন্টায় ঝাড়খণ্ডের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেওঘরে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং লাতেহারে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১ নভেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। ২রা নভেম্বরের পর আকাশ পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে ।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande