উমাকান্ত একাডেমিতে বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত
আগরতলা, ৩০ অক্টোবর (হি.স.) : আগরতলার উমাকান্ত একাডেমিতে (বাংলা মাধ্যম), ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ ও এমবিবি বিমানবন্দরের যৌথ উদ্যোগে বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সারা দেশে ভার্চুয়
বিমান পরিষেবা


আগরতলা, ৩০ অক্টোবর (হি.স.) : আগরতলার উমাকান্ত একাডেমিতে (বাংলা মাধ্যম), ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ ও এমবিবি বিমানবন্দরের যৌথ উদ্যোগে বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সারা দেশে ভার্চুয়ালভাবে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিমান চলাচল খাতে বিভিন্ন ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে অনুপ্রাণিত করা ও সচেতন করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের পরিচালক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক প্রবাল ভৌমিক সহ বিশিষ্ট অতিথিরা।

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডুর উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচি মূলত দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য। প্রোগ্রামে বিমান চলাচলের বিভিন্ন পেশাগত ক্ষেত্র — যেমন পাইলটিং, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল, বিমান নকশা ও বিমানবন্দর ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আগরতলা বিমানবন্দরের পরিচালক শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। তিনি বলেন, “আমরা যুবশক্তিকে বিমান চলাচল খাতে যুক্ত করতে চাই। ভারতের বিমান পরিবহন খাতের অগ্রগতি অসাধারণ এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে প্রাথমিক স্তরে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত প্রয়োজনীয়।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande