উদয়পুরে বেপরোয়া বলেরোর ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু
উদয়পুর (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : বেপরোয়া গতির বলেরো গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সুমন দাস (২৫) নামে এক যুবক। মৃতের বাড়ি গোমতী জেলার উদয়পুরের গোকুলপুর বাজার সংলগ্ন এলাকায়। তাঁর পিতার নাম শিশুরঞ্জন দাস। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উদয়পুর-সাব্রুম
মৃতদেহ উদ্ধার


উদয়পুর (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : বেপরোয়া গতির বলেরো গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সুমন দাস (২৫) নামে এক যুবক। মৃতের বাড়ি গোমতী জেলার উদয়পুরের গোকুলপুর বাজার সংলগ্ন এলাকায়। তাঁর পিতার নাম শিশুরঞ্জন দাস।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উদয়পুর-সাব্রুম জাতীয় সড়কের পুরাতন সৎসঙ্গ ও হাউসিং বোর্ডের মাঝামাঝি স্থানে। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকের নম্বর টিআর০৩এন৫৬১৮। প্রত্যক্ষদর্শীদের মতে, সুমন দাস গোকুলপুর থেকে রাজারবাগ যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বলেরো গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ধাক্কার জেরে সুমন রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরা থাকা সত্ত্বেও বলেরোর আঘাতে সুমনের মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে যায়, ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে, পলাতক বলেরো গাড়িটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই অভিযোগ তুলেছেন, ট্রাফিক দফতরের নজরদারির অভাবেই এ ধরনের দুর্ঘটনা বেড়ে চলেছে। বর্তমানে সুমনের মৃতদেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় উদয়পুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande