গোমতী জেলা হাসপাতালে চক্ষু বিভাগের ওপি‌ডি পরিষেবা সপ্তাহে তিন দিন
উদয়পুর (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : জনস্বার্থের কথা মাথায় রেখে গোমতী জেলা হাসপাতালে চক্ষু বিভাগের আউটডোর (ওপি‌ডি) পরিষেবা আরও একদিন বাড়ানো হয়েছে। এতদিন শুধুমাত্র মঙ্গলবার ও শনিবার এই পরিষেবা চালু থাকলেও, আজ থেকে বৃহস্পতিবারও রোগীরা ওপি‌ডি পর
গোমতী জেলা হাসপাতাল


উদয়পুর (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : জনস্বার্থের কথা মাথায় রেখে গোমতী জেলা হাসপাতালে চক্ষু বিভাগের আউটডোর (ওপি‌ডি) পরিষেবা আরও একদিন বাড়ানো হয়েছে। এতদিন শুধুমাত্র মঙ্গলবার ও শনিবার এই পরিষেবা চালু থাকলেও, আজ থেকে বৃহস্পতিবারও রোগীরা ওপি‌ডি পরিষেবা পাবেন। অর্থাৎ, এখন থেকে সপ্তাহে তিন দিন চক্ষু বিভাগের পরিষেবা নিতে পারবেন সাধারণ মানুষ।

হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ ছন্দম আচার্য জানান, রোগীর ক্রমবর্ধমান ভিড় ও সেবার মান উন্নত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “গত অর্থবছরে আমাদের হাসপাতালে মোট ৮৭৪টি চোখের অপারেশন করা হয়েছে, আর চলতি বছরে সেপ্টেম্বর পর্যন্তই ৫০০-এর বেশি সফল অপারেশন সম্পন্ন হয়েছে।”

ডাঃ আচার্য আরও জানান, গোমতী জেলা হাসপাতালের চক্ষু বিভাগের দল শুধু এখানেই নয়, অমরপুর মহকুমা হাসপাতালেও নিয়মিত চোখের অপারেশন করে আসছেন। পাশাপাশি, বিভিন্ন এলাকায় চোখের স্ক্রিনিং ক্যাম্পও পরিচালনা করা হয়। বর্তমানে প্রতি বুধবার গোমতী জেলা হাসপাতালে চোখের অপারেশন করা হয়।

তিনি উল্লেখ করেন, হাসপাতালে চোখের ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। অপারেশনের পর রোগীদের বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ কাজল কুমার দাস জানান, “চক্ষু বিভাগে রোগীর ভিড় দিন দিন বাড়ছে। সেই কারণে রোগীদের অপেক্ষার সময় কমাতে ওপি‌ডি পরিষেবা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বর্তমানে গোমতী জেলা হাসপাতালে তিনজন চক্ষু বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন, যা পরিষেবা প্রদানে আরও সহায়ক হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোমতী জেলা হাসপাতালে চক্ষু বিভাগের আউটডোর পরিষেবা এখন থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার চালু থাকবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande