বিলোনিয়ায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে 'ইউনিটি প্রমো ফেস্ট', প্রস্তুতি বৈঠক মন্ত্রীর
বিলোনিয়া (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশ ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট রাজ্যের পর্যটনের প্রতি পর্যটকদের আগ্রহ আরও বাড
প্রস্তুতি বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী


বিলোনিয়া (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশ ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট রাজ্যের পর্যটনের প্রতি পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

বিগত বছরের ধারাবাহিকতায়, এই বছরও রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘ইউনিটি প্রমো ফেস্ট’। তবে এবারের বিশেষত্ব হল—প্রথমবারের মত দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়াতেও দু'দিনব্যাপী এই প্রমো ফেস্টের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে রাজ্যের দক্ষিণ প্রান্তের পর্যটন সম্ভাবনাকেও নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হবে।

এই উপলক্ষ্যে বৃহস্পতিবার বিলোনিয়া ডাক-বাংলোতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা। সভায় উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি পুরো বৈঠকের সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়িকা স্বপ্না মজুমদার, পর্যটন দফতরের সচিব ও অধিকর্তা, জেলা শাসক, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে পর্যটনের প্রসার ঘটাতে এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় স্তরে তুলে ধরতেই এ ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বিলোনিয়ায় অনুষ্ঠিত এই প্রমো ফেস্ট দক্ষিণ ত্রিপুরার পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রমো ফেস্টে স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাদ্য ও পর্যটন সম্ভাবনা প্রদর্শনের জন্য বিশেষ স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে পর্যটক ও স্থানীয় জনগণের আগ্রহ বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande