গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদের ভূমিকা অপরিসীম : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৩০ অক্টোবর (হি.স.) : গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদের ভূমিকা অপরিসীম। বৃহস্পতিবার আগরতলা শহরের কাছে আর কে নগরে পশু চিকিৎসা বিজ্ঞান ও পশুপালন কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা ব
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ৩০ অক্টোবর (হি.স.) : গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদের ভূমিকা অপরিসীম। বৃহস্পতিবার আগরতলা শহরের কাছে আর কে নগরে পশু চিকিৎসা বিজ্ঞান ও পশুপালন কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রাণী পালন এখন জীবিকার পাশাপাশি রাজ্যের আর্থসামাজিক উন্নয়নেরও মাধ্যম হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী এদিন কলেজের একাডেমিক বিল্ডিং-এর এক্সটেনশন কাজ, ল্যাবরেটরির আধুনিকীকরণ ও স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার দুধ, ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে একাধিক প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যেই রাজ্য মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ৫৫টি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে, যার জন্য ৪ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক রতন চক্রবর্তী, প্রাণীসম্পদ দফতরের সচিব ড. দীপা ডি. নায়ার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। মুখ্যমন্ত্রী বিশেষ প্রজাতির হাঁস নিয়ে গবেষণার জন্য ডঃ জুয়েল দেবনাথকে সম্মানিত করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande