
আগরতলা, ৩০ অক্টোবর (হি.স.) : অপটোমেট্রিস্ট পদে সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করলেন একদল চাকরি প্রার্থী।
চাকরি প্রার্থীদের অভিযোগ, পরীক্ষার পরদিন থেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু পিডিএফ ও লিঙ্ক ভাইরাল হয়, যেখান থেকে প্রায় ৭০-৮০ শতাংশ প্রশ্ন হুবহু পরীক্ষার প্রশ্নপত্রে ছিল। তাঁদের দাবি, এটি প্রায় অসম্ভব, কারণ পরীক্ষার পর প্রশ্নপত্র ফেরত নেওয়া হয়েছিল এবং কোনও ওএমআর কার্বন কপিও পরীক্ষার্থীদের দেওয়া হয়নি।
এছাড়া, প্রশ্নপত্রে একাধিক অসম্পূর্ণ বিকল্প ও ভুল প্রশ্ন ছিল বলেও তাঁরা অভিযোগ করেন। প্রার্থীদের দাবি, পরীক্ষার প্রশ্নগুলি যেহেতু অনলাইন লিঙ্ক ও পিডিএফ থেকে নেওয়া হয়েছে, তাই প্রশ্নপত্রের মান নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে। তাঁরা আরও জানান, খুব কম প্রার্থীকেই এলোমেলোভাবে একাধিক ওএমআর শিট দেওয়া হয়েছিল, যা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
এই সমস্ত বিষয় বিবেচনা করে প্রার্থীরা দাবি জানান, অবিলম্বে বর্তমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হোক এবং নতুন করে পরীক্ষা নেওয়া হোক কোনও স্বীকৃত সংস্থা যেমন টিপিএসসি বা জেআরবিটি-এর মাধ্যমে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ