
আগরতলা, ৩০ অক্টোবর (হি.স.) : তপশিলি জাতি অংশের মানুষের সার্বিক উন্নয়ন ও সরকারি প্রকল্পগুলির কার্যকর রূপায়ণ নিয়ে বৃহস্পতিবার সোনারতরী স্টেট গেস্ট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন উপকমিটির চেয়ারম্যান ও আধিকারিকরা।
মন্ত্রী সুধাংশু দাস জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের ৬টি কেন্দ্রীয় ও ১৪টি রাজ্য প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতির সামাজিক ও অর্থনৈতিক মানোন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৯,৭২৮ জন তপশিলি জাতি শিক্ষার্থী প্রি-মেট্রিক স্কলারশিপ পেয়েছে। এছাড়া, পিএম-অজয় স্কিমের আওতায় রাজ্যের ৩২টি গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে উন্নয়নের জন্য নির্বাচিত করা হয়েছে। বর্তমানে ৩১টি হোস্টেলে ১১৬ জন শিক্ষক ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে বিশেষ কোচিং প্রদান করছেন তপশিলি ছাত্রছাত্রীদের। মন্ত্রী জানান, দফতরের লক্ষ্য—তপশিলি জাতি অংশের মানুষের জীবনমান আরও উন্নত করা এবং তাঁদের মূলধারার বিকাশে যুক্ত করা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ