চুড়াইবাড়িতে সড়ক নিরাপত্তায় রয়েল ঈগল ক্লাব-এর অনন্য উদ্যোগ
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : “সেফ ড্রাইভ, লং লাইফ”—এই বার্তাকে সামনে রেখে পথ দুর্ঘটনা প্রতিরোধে এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করল চুড়াইবাড়ি এলাকার রয়েল ঈগল ক্লাব। ক্লাব সদস্যরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে দুটি পুলিশ ব্যারিকেড ট্
চুড়াইবাড়ি থানার ওসি


চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : “সেফ ড্রাইভ, লং লাইফ”—এই বার্তাকে সামনে রেখে পথ দুর্ঘটনা প্রতিরোধে এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করল চুড়াইবাড়ি এলাকার রয়েল ঈগল ক্লাব। ক্লাব সদস্যরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে দুটি পুলিশ ব্যারিকেড ট্রলি তৈরি করে চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার আয়োজিত ব্যারিকেড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুড়াইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস, রয়েল ঈগল ক্লাবের সভাপতি, সদস্যবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনগণের সচেতনতা ও সামাজিক উদ্যোগই সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ক্লাবের এই উদ্যোগ এলাকার যুবসমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

চুড়াইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস ক্লাবের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, “রয়েল ঈগল ক্লাব সমাজকল্যাণে যেভাবে এগিয়ে এসেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। পুলিশের পাশাপাশি নাগরিক সমাজ এমন উদ্যোগ নিলে দুর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে।”

স্থানীয় বাসিন্দারা ক্লাবের এই মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande