সিমনার তুইসিন্তা এলাকাকে পর্যটনের মানচিত্রে আনার উদ্যোগ
মোহনপুর (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা বিধানসভার অন্তর্গত তুইসিন্তা এলাকাকে রাজ্যের পর্যটনের মানচিত্রে স্থান করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে এই এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ক
ত্রিপুরা সরকার


মোহনপুর (ত্রিপুরা), ৩০ অক্টোবর (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা বিধানসভার অন্তর্গত তুইসিন্তা এলাকাকে রাজ্যের পর্যটনের মানচিত্রে স্থান করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে এই এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার মোহনপুর মহকুমার হেজামারাস্থিত সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহের উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা জানান।

মন্ত্রী জানান, তুইসিন্তা এলাকায় একটি বেসরকারি সংস্থা পর্যটনের বিকাশে প্রায় ৪০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। সেখানে একটি আধুনিক রিসর্ট নির্মাণের পাশাপাশি ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া, তেলিয়ামুড়ায় ‘প্রজেক্ট এলিফেন্ট’-এর জন্য ইতিমধ্যেই ৯৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এবং ভবিষ্যতে এই প্রকল্পে আরও অর্থ বরাদ্দ করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, “মানুষের মতোই বন্যপ্রাণীদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বন্যপ্রাণী সংরক্ষণে সকলের সচেতন হওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিসিসিএফ চৈতন্য মূর্তি। সভাপতিত্ব করেন হেজামারা বিএসি-র চেয়ারম্যান সুনীল দেববর্মা। উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের শিক্ষা বিষয়ক নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, পিসিসিএফ ও এইচওএফএফ আর কে শ্যামল, স্ক্যাটফর্ম প্রজেক্টের সিইও ও পিডি পি এল আগরওয়াল, সিসিএফ (টেরিটোরিয়াল) কে শশীকুমার, সিএফ (ওয়াইল্ডলাইফ ও ইকো ট্যুরিজম) আর অরুণ কুমার প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande