রাজস্থান হাইকোর্টে বোমাতঙ্ক! জোরদার তল্লাশি চালালো পুলিশ ও নিরাপত্তা বাহিনী
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
01 Nov 2025
নয়াদিল্লি, ১নভেম্বর (হি.স.) : শনিবার দেশীয় বাজারে পেট্রোল - ডিজেলের দামে কোনও পরিবর্তন দেখা গেল না। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে। এদিন কলকাতায় প্রতি লিটা..
31 Oct 2025
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনের অনুষ্ঠানকে সামনে রেখে এদিন গড়িয়া''তে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে রক্তদান শিবির ও ভিজিলেন্স সচেতনতা উপলক্ষে পদযাত্রা সম্পন্ন হয়েছে। শুক্রবার তা সাড়ম্বরেই আয়োজিত হয়েছে। উল্লে..
কলকাতা , ৩১ অক্টোবর ( হি.স.): আগামীকাল : ১৪ কার্ত্তিক ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার, ইংরেজী: ১ নভেম্বর ২০২৫, ৫৩৯ চৈতনাব্দ, কলি: ৫১২৬, সৌর: ১৫ কার্ত্তিক, চান্দ্র: ১১ কেশব মাস, ১৯৪৭ শকাব্দ /২০৮২ বিক্রম সাম্বৎ, ২৫৬৯ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১৬ কার্ত্তিক ১৪৩২, ..
মুম্বই, ৩১ অক্টোবর (হি.স.) : দেশীয় বাজারে শুক্রবার কমলো সোনা ও রুপোর দর। শুক্রবার দিল্লিতে কেজি প্রতি রুপোর দাম ১,৫০,৯০০ লক্ষ টাকা। এদিকে, শুক্রবার দিল্লিতে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ১,২১,৬২০ লক্ষ টাকা ও ২২ ক্যারেট সোনার দাম ১,১১,৪৯০..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha