গড়িয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনের অনুষ্ঠান
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনের অনুষ্ঠানকে সামনে রেখে এদিন গড়িয়া''তে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে রক্তদান শিবির ও ভিজিলেন্স সচেতনতা উপলক্ষে পদযাত্রা সম্পন্ন হয়েছে। শুক্রবার তা সাড়ম্বরেই আয়োজিত হয়েছে। উল্লে
গড়িয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনের অনুষ্ঠান


কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনের অনুষ্ঠানকে সামনে রেখে এদিন গড়িয়া'তে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে রক্তদান শিবির ও ভিজিলেন্স সচেতনতা উপলক্ষে পদযাত্রা সম্পন্ন হয়েছে। শুক্রবার তা সাড়ম্বরেই আয়োজিত হয়েছে।

উল্লেখ্য, ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি এবছরে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহে রক্তদান শিবির ও সচেতনতামূলক পদযাত্রা হল রাজপুর - সোনারপুর পুরসভার গড়িয়ায়। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের আঞ্চলিক অফিস গড়িয়াতে এদিন ওই রক্তদান শিবির হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাঙ্কের উদ্যোগে এম স্বাস্থ্য এর সাহায্যে ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত।

উল্লেখ্য, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিবসকে সামনে রেখে ও ভিজিলেন্স সচেতনতা সপ্তাহে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের ওই রক্তদান শিবিরে ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে প্রায় ৫০ জন রক্তদানে অংশ নেন। এদিনের ওই শিবিরে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাঙ্কের দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক ম্যানেজার সন্দীপন পাল, এম স্বাস্থ্যর পক্ষে দেবল ঋষি ব্যানার্জী সহ আরো অনেকে। শুক্রবার বিকেলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই গড়িয়া আঞ্চলিক অফিস থেকে ঢালাই ব্রীজ পর্যন্ত সচেতনতামূলক পদযাত্রা বের হয়। নেতৃত্বদানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীন ব্যাঙ্কের দক্ষিণ ২৪ পরগণার আঞ্চলিক ম্যানেজার সন্দীপন পাল।এদিন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন শাখা থেকে কর্মীরা এই পদযাত্রায় অংশ নেন। উন্নত ও দূর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে বেলুন উড়িয়ে পদযাত্রা শেষ হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande