ঝাজ্জর, ৪ অক্টোবর (হি.স.) : হরিয়ানার কালোই-দাদ্রি টয় রোডে যাত্রীবাহী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। শনিবার সকালে এই দুর্ঘটনায় ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। ট্রাক চালকও আহত হয়েছেন। আহতদের সকলকে ঝাজ্জরের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাক চালকের ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দাদ্রি টয়ের কাছে দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে ১১২ নম্বরে ফোন করে পুলিশ ও সরকারি অ্যাম্বুলেন্সে খবর দেয়। পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং গ্রামবাসীরা আহতদের সকলকে ঝাজ্জর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ট্রাক চালকও ছিলেন। প্রাথমিক জানা গেছে যে ট্রাক চালকের ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঝাজ্জর শহরের সিলানি গেট থেকে ছেড়ে আসা বাসটি বহুজাতিক কোম্পানি প্যানাসনিকের প্রায় ৫০ জন কর্মচারীকে নিয়ে দাদ্রি টয় শিল্প এলাকায় অবস্থিত তাদের কারখানায় যাচ্ছিল। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানিয়েছেন যে ঝাজ্জর থেকে আসা বাসটি ফারুখনগরের দিকে যাচ্ছিল। ইতিমধ্যেই একটি অনিয়ন্ত্রিত ট্রাক রাস্তার ডিভাইডার পেরিয়ে বাসের সাথে ধাক্কা খায়, যার ফলে বাসটি উল্টে যায়। বাসের ভেতরে আটকে থাকা যাত্রীরা চিৎকার করতে শুরু করে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে সামনের কাঁচ ভেঙে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ছিটকে বেরিয়ে পড়েন।
হিন্দুস্থান সমাচার / সোনালি