২০২৬-এর ৩১ মার্চের মধ্যে মাওবাদী সমস্যা মুক্ত হবে বস্তার, ফের দাবি অমিত শাহের
বস্তার, ৪ অক্টোবর (হি.স.): আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই কাজ কত দূর এগিয়েছে, তা সরেজমিনে দেখতে মাওবাদীদের সবচেয়ে শক্ত ঘাঁটি বস্তারে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে
অমিত শাহ


বস্তার, ৪ অক্টোবর (হি.স.): আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই কাজ কত দূর এগিয়েছে, তা সরেজমিনে দেখতে মাওবাদীদের সবচেয়ে শক্ত ঘাঁটি বস্তারে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে ফের বললেন, ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে মাওবাদী সমস্যা মুক্ত হবে বস্তার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই দেশের মাটি থেকে নকশালবাদকে বিদায় জানাতে ৩১/৩/২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কিছু মানুষ (নকশালদের সঙ্গে) আলোচনার কথা বলে। আমি আবারও স্পষ্ট করে বলতে চাই: আমাদের সরকার, ছত্তিশগড় সরকার এবং কেন্দ্রীয় সরকার, উভয়ই বস্তার এবং সমগ্র নকশাল অঞ্চলের উন্নয়নের জন্য নিবেদিতপ্রাণ। কথা বলার কী আছে? আমরা একটি অত্যন্ত লাভজনক আত্মসমর্পণ নীতি প্রণয়ন করেছি। আসুন, অস্ত্র সমর্পণ করুন। যদি আপনি অস্ত্র তুলে নেন এবং বস্তারের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেন, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী, সিআরপিএফ এবং ছত্তিশগড় পুলিশ জবাব দেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande