কংগ্রেসের সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই : অরবিন্দ কেজরিওয়াল
মায়েম, ৪ অক্টোবর (হি.স.): কংগ্রেসের সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই, জানিয়ে দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার গোয়ার মায়েমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কোনও পরিস্থিতিতেই কংগ্রেস দলের
অরবিন্দ কেজরিওয়াল


মায়েম, ৪ অক্টোবর (হি.স.): কংগ্রেসের সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই, জানিয়ে দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার গোয়ার মায়েমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কোনও পরিস্থিতিতেই কংগ্রেস দলের সঙ্গে কোনও জোট হবে না। কংগ্রেস গোয়ার জনগণকে সবচেয়ে বেশি প্রতারণা করেছে।

কেজরিওয়াল বলেন, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে, ১৩ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ২০২২ সালে, আরও ১০ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারা কি আমাদের এই নিশ্চয়তা দিতে পারেন যে, কংগ্রেসের কোনও বিধায়ক জয়ের পর বিজেপিতে যোগ দেবেন না। কংগ্রেস তাদের বিধায়কদের পাইকারিভাবে বিজেপিতে সরবরাহ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande