তিরুবনন্তপুরম, ৪ অক্টোবর (হি.স.): দাদাসাহেব ফালকে পুরষ্কারপ্রাপ্ত মালায়ালাম অভিনেতা মোহনলালকে শনিবার সন্ধ্যায় সংবর্ধনা জানালো কেরল সরকার। কেরল সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে কবি প্রভা ভার্মার লেখা একটি প্রশংসাপত্র প্রদান করেন। দাদাসাহেব ফালকে পুরষ্কারপ্রাপ্ত মালয়ালাম অভিনেতা মোহনলাল বলেন, আমি দাদাসাহেব ফালকে-র জন্য ঋণী। পুরষ্কার পাওয়ার মুহূর্তটির চেয়েও বেশি আবেগের ভারে আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ তিরুবনন্তপুরম আমার জন্মস্থান, যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। যখন আমি সেই প্রথম দিকের দিনগুলির কথা মনে করি, যখন আমি এবং আমার কয়েকজন বন্ধু, সিনেমা সম্পর্কে কিছুই না জেনে, সিনেমা তৈরির স্বপ্ন দেখতাম, এখন তা আমাকে বিস্ময়ে ভরিয়ে দেয়। যখনই আমি ডুবে যেতে চাইতাম, কেউ না কেউ আমাকে সবসময় উপরে তুলে ধরে। সময়ের সাথে সাথে প্রতিটি শিল্পের রূপ বিকশিত হয়েছে এবং এই বিবর্তনের মধ্য দিয়েই আমি এই যাত্রা শুরু করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা