কামাখ্যাধামে মায়ের পুজো মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী মোহন যাদবের
গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যাধামে মায়ের পুজো দিলেন সস্ত্রীক মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী ড. মোহন যাদব। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ কামাখ্যা মন্দিরে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্ৰী ড. যাদব এবং তাঁর
কামাখ্যাধামে মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী ড. মোহন যাদব


গুয়াহাটি, ৪ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যাধামে মায়ের পুজো দিলেন সস্ত্রীক মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী ড. মোহন যাদব।

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ কামাখ্যা মন্দিরে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্ৰী ড. যাদব এবং তাঁর পত্নী। তাঁরা মা কামাখ্যার পুজো দিয়ে তাঁদের রাজ্য সহ দেশের মঙ্গল ও সমৃদ্ধির প্ৰাৰ্থনা করেছেন।

ড. মোহন যাদব ও তাঁর পত্নী কামাখ্যাধামে যখন আসেন, তখন মন্দির চত্বরে ভক্তদের খুব ভিড় ছিল। গোটা মন্দির চত্বরে বিরাজ করছিল এক ভক্তিময় পরিবেশ।

প্রসঙ্গত, আগামীকাল (রবিবার) গুয়াহাটিতে উত্তর-পূৰ্বাঞ্চলীয় রাজ্যগুলির বিনিয়োগকারী এবং ভুটানের প্ৰতিনিধির সঙ্গে অনুষ্ঠেয় অধিবেশনে যোগদান করবেন মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী ড. মোহন যাদব। রয়েল ভুটান কনস্যুলেটর কাউন্সিল জেনারেল জিগমে থিনায়েল নামগিয়াল অধিবেশনে ভাষণ দেবেন। মুখ্যমন্ত্রী ড. যাদব মধ্যপ্রদেশের মূল বিনিয়োগ ক্ষেত্রে এবং উদ্যোগ অনুকূল নীতির তথ্য প্রদান করবেন৷

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande