গান্ধীনগর, ৪ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার গুজরাটের গান্ধীনগর থেকে দেশব্যাপী 'আপনার মূলধন, আপনার অধিকার' অভিযানের সূচনা করেছেন। এই অভিযানের লক্ষ্য আর্থিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে থাকা দাবিহীন আর্থিক সম্পদের দ্রুত নিষ্পত্তি করা। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই অভিযানটি বৈধ দাবিদারদের কাছে দাবিহীন আমানতের ন্যায্য ফেরত নিশ্চিত করবে।
তিনি সুবিধাভোগীদের কাছে প্রাপ্যতা নিশ্চিত করার উদ্যোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আর্থিক প্রতিষ্ঠান এবং দাবিদারদের মধ্যে ব্যবধান কমানোর গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের আর্থিক ক্ষমতায়নের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুজরাটের মন্ত্রী কানুভাই দেশাই এই অভিযানকে নাগরিক-কেন্দ্রিক শাসনব্যবস্থার একটি মানদণ্ড হিসেবে বর্ণনা করেন। তিনি আশ্বাস দেন, গুজরাটের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে থাকা দাবিহীন সম্পদ দ্রুত নিষ্পত্তি করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা