নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): ভারত জ্ঞান ও দক্ষতার দেশ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জ্ঞান ও দক্ষতার এই বুদ্ধিবৃত্তিক শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি এবং যখন এই জ্ঞান এবং দক্ষতা দেশের প্রয়োজনের সঙ্গে একত্রিত হয়, তখন প্রভাব বহুগুণ বেড়ে যায়।
প্রধানমন্ত্রী মোদী শনিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এছাড়াও পিএম সেতু প্রকল্পের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একবিংশ শতাব্দীর দাবি হলো, দেশের চাহিদার কথা মাথায় রেখে আমাদের স্থানীয় মেধা, স্থানীয় সম্পদ ও স্থানীয় জ্ঞানকে দ্রুত এগিয়ে নিতে হবে এবং এতে আমাদের হাজার হাজার আইটিআই-এর বিরাট ভূমিকা রয়েছে। মোদী বলেছেন, পিম-সেতু প্রকল্প আজ চালু হয়েছে। সারা দেশে আমাদের এক হাজারেরও বেশি আইটিআই এর দ্বারা উপকৃত হবে। এই আইটিআইগুলিকে পিএম-সেতুর মাধ্যমে আপগ্রেড করা হবে। পিএম সেতু প্রকল্প ভারতের যুবকদের বৈশ্বিক দক্ষতার চাহিদার সঙ্গে সংযুক্ত করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা