পাটনা, ৪ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টিতে বিহারে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। পাটনা ও সংলগ্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বৈশালী, সরন, সিওয়ান, শেখপুরা, জামুই, নওয়াদা, আরওয়াল এবং জেহানাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে।
ভারী বৃষ্টিপাতের জন্য জারি করা লাল সতর্কতার পরিপ্রেক্ষিতে সরন জেলায় শনিবার সমস্ত স্কুল বন্ধ রাখা হয়। জেলা ম্যাজিস্ট্রেট অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ করারও নির্দেশ দিয়েছেন। রোহতাস এবং কাইমুর জেলায়, অবিরাম বৃষ্টিপাতের ফলে স্থানীয় নদীগুলি উপচে পড়ে, যার ফলে বেশ কয়েকটি অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রোহতাসে, কারবান্দিয়া এবং আশেপাশের অঞ্চলগুলিতে পুরাতন জিটি রোড-সহ রাস্তার উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে, সাসারাম শহরের বিভিন্ন রাস্তা এবং এলাকায় জল জমে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা