১৪ শিশুর মৃত্যু, গ্রেফতার মধ্যপ্রদেশে ‘কোল্ডরিফ’ কাশির সিরাপ দেওয়া চিকিৎসক
ভোপাল, ৫ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশে ‘কোল্ডরিফ’ নামের কাশির সিরাপ খেয়ে ১৪ শিশুর মৃত্যুর পর তৎপর প্রশাসন। এই কাফ সিরাপকাণ্ডে রবিবার ভোরে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে এক শিশুরোগ বিশেষজ্ঞকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ওই চিকিৎসকের নাম ডঃ প্রবীণ স
১১ শিশুর মৃত্যু, গ্রেফতার মধ্যপ্রদেশে ‘কোল্ডরিফ’ কাশির সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক


ভোপাল, ৫ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশে ‘কোল্ডরিফ’ নামের কাশির সিরাপ খেয়ে ১৪ শিশুর মৃত্যুর পর তৎপর প্রশাসন। এই কাফ সিরাপকাণ্ডে রবিবার ভোরে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে এক শিশুরোগ বিশেষজ্ঞকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ওই চিকিৎসকের নাম ডঃ প্রবীণ সোনি। মৃত শিশুদের অধিকাংশের শুশ্রুষা করেছিলেন তিনিই। অভিযোগ, ওই চিকিৎসকই অসুস্থ শিশুদের ওই ‘কোল্ডরিফ’ সিরাপ খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande