পাটনা, ৫ অক্টোবর (হি.স.): আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে বিহার সফরে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন দল। রবিবার, সফরের দ্বিতীয় দিনে নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসলেন কমিশনের আধিকারিকেরা।
উল্লেখ্য, শনিবার সফরের প্রথম দিনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে। বিজেপি, জেডি (ইউ), কংগ্রেস, আরজেডি, বামপন্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তাদের মতামত এবং পরামর্শ জমা দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ