শুধুমাত্র স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানালেন অমিত শাহ
আহিল্যনগর, ৫ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধুমাত্র স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানালেন। রবিবার মহারাষ্ট্রের আহিল্যনগর জেলায় পদ্মশ্রী ডঃ বিঠ্ঠলরাও ভিখে পাতিল এবং পদ্মভূষণ ডঃ বালাসাহেব ভিঠলরাও ভিখে পাতিল-এর মূর্তি উন্মোচন
শুধুমাত্র স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানালেন অমিত শাহ


আহিল্যনগর, ৫ অক্টোবর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধুমাত্র স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানালেন। রবিবার মহারাষ্ট্রের আহিল্যনগর জেলায় পদ্মশ্রী ডঃ বিঠ্ঠলরাও ভিখে পাতিল এবং পদ্মভূষণ ডঃ বালাসাহেব ভিঠলরাও ভিখে পাতিল-এর মূর্তি উন্মোচন শেষে তিনি এ কথা বলেন। অমিত শাহ জোর দিয়ে বলেন, ১৪০ কোটি জনসংখ্যার ভারত একটি বিশাল বাজারের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, নাগরিকরা যদি সম্মিলিতভাবে স্বদেশী পণ্য ব্যবহার এবং প্রচার করতে পছন্দ করে, তাহলে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করবে। তিনি উল্লেখ করেন, ভারত ইতিমধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার কাছাকাছি এবং বিশ্বব্যাপী শীর্ষস্থান অর্জনের জন্য স্বদেশীর প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সময়োপযোগী সহায়তা প্রদান করবে। তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তাঁর সঙ্গে দেখা করেছেন এবং রাজ্য সরকারকে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande