ভারী বৃষ্টিতে দুর্যোগ নেপালে, পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। এই খারাপ সময়ে নেপালের পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, নেপালে ভারী বর্ষণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি দুঃখজনক। এই কঠিন সময়ে
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। এই খারাপ সময়ে নেপালের পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, নেপালে ভারী বর্ষণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি দুঃখজনক। এই কঠিন সময়ে আমরা নেপালের জনগণ ও সরকারের পাশে আছি। একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে ভারত প্রয়োজনীয় যে কোনও সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ভারী বৃষ্টিতে নেপালে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। এছাড়াও ভূমিধস ও বর্ষণে অনেক রাস্তা বন্ধ রয়েছে। কোথাও কোথাও সেতু তলিয়ে গেছে। শুধুমাত্র ইলাম জেলায় ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande