স্বাভাবিক হচ্ছে লেহ-র পরিস্থিতি, লাদাখবাসীর উদ্দেশে চিঠি লিখলেন সোনম
লেহ, ৫ অক্টোবর (হি.স.): ধীরে ধীরে ছন্দে ফিরছে লেহ। বিগত প্রায় এক সপ্তাহ ধরে কোনও রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি। দৈনন্দিন কাজে বেরোচ্ছেন স্থানীয় মানুষজন। রবিবার সকালেও লেহ-র জীবনযাত্রা ছিল স্বাভাবিক। প্রশাসনের নজর রয়েছে সার্বিক পরিস্থিতির দিকে। এদিকে, তি
সপ্তম দিনেও থমথমে লেহ, বিধিনিষেধ এখনও কার্যকর


লেহ, ৫ অক্টোবর (হি.স.): ধীরে ধীরে ছন্দে ফিরছে লেহ। বিগত প্রায় এক সপ্তাহ ধরে কোনও রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি। দৈনন্দিন কাজে বেরোচ্ছেন স্থানীয় মানুষজন। রবিবার সকালেও লেহ-র জীবনযাত্রা ছিল স্বাভাবিক। প্রশাসনের নজর রয়েছে সার্বিক পরিস্থিতির দিকে।

এদিকে, তিনি জেলে থাকতে প্রস্তুত। তবে লেহতে বিক্ষোভের সময় চার জনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এমনই দাবি জানালেন জেলবন্দি সমাজকর্মী সোনম ওয়াংচুক। লেহবাসীর উদ্দেশ্যে এক বার্তায় সোনম জানিয়েছেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যান।’’ হিংসার পথ ছেড়ে গান্ধীবাদী অহিংসার পথে আন্দোলনের আহ্বান জানিয়েছেন সোনম। একই সঙ্গে তিনি জানিয়েছেন, লেহতে বিক্ষোভের সময় যে চার জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে যদি স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হয়, তবে তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত জেলে থাকতে প্রস্তুত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande