পাটনা, ৫ অক্টোবর (হি.স.): বিহার জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বজ্রপাত এবং বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন। মুজফফরপুর জেলায় সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে, তার পরে জেহানাবাদে তিনজনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। করমনাশা নদী এবং এর উপনদীগুলির জলস্তর বৃদ্ধির কারণে রোহতাস এবং কৈমুর জেলায় বন্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে, অন্যদিকে সাসারাম শহরে পরিস্থিতিও খারাপ।
ভারী বৃষ্টিপাতের ফলে পাটনা, সরন, সিওয়ান এবং গোপালগঞ্জ জেলার কিছু অংশে জল জমে গিয়েছে। রেলপথে গাছ ভেঙে পড়ায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে এবং প্রতিকূল আবহাওয়ার কারণে পাটনা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়া বিভাগ আজ রাজ্যের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা