পাটনা, ৫ অক্টোবর (হি.স.): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর কথায়, রাহুল গান্ধী একজন অত্যন্ত পরিণত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। শত্রুঘ্ন বলেছেন, রাহুল একজন জাতীয় যুব আইকন। যারা তাঁর সমালোচনা করছেন তাঁদের প্রথমে বিদেশে নিজেদের বক্তব্য পরীক্ষা করে দেখা উচিত।
তিনি আরও বলেন, ভোটার তালিকা থেকে যেভাবে নাম মুছে ফেলা হচ্ছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। কেন নাম মুছে ফেলা হয়েছে? কতজনের নাম মুছে ফেলা হয়েছে? নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এই সব করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা